সিলেটে করোনা সংক্রমণ হার ০.৮৯ শতাংশ

সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ হার ০.৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৬৫২ জনের করোনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সিলেটের তথ্যমতে ২০২১ সালের শেষের প্রায় তিন মাস সিলেট বিভাগে প্রথম দফায় করোনার সংক্রমণ কমে জিরো ভাগে নেমে ছিল। এ দিনগুলোতে করোনাক্রান্ত একজন রোগীও শনাক্ত হননি। গত ২৯ ডিসেম্বর সংক্রমণ হার ১ শতাংশ অতিক্রম করে। পরে ২০২২ সালের শুরু থেকে প্রতিদিনই করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করে। স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল ১.৩১ শতাংশ। পরে প্রতিদিনই সেটা বাড়তে বাড়তে সর্বশেষ গত ২৬ জানুয়ারি করোনা সংক্রমণ হার সিলেট বিভাগে ৩৯.৪৯ শতাংশে চলে আসে। যাহা ২০২২ সালের মধ্যে সিলেট অঞ্চলে সর্বোচ্চ সংক্রমণ হার ছিল। এরপর থেকে ফের করোনার সংক্রমণ হার এ অঞ্চলে নামতে শুরু করে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ০.৮৯ শতাংশ। সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে, গতকাল শুক্রবার সকাল ৮টা হতে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চারজেলায় করোনাভাইরাসে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩ ও সুনামগঞ্জের ২ জন রয়েছে। এসময় করোনা থেকে সুস্থ হয়েছে ১১২ জন। এসময় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একজন। এনিয়ে হাসপাতলে মোট চিকিৎসাধীন রয়েছে ১২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৭১৭ জন। মোট সুস্থ হয়েছে ৫৪ হাজার ১২৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ২২৯ জন। বর্তমানে সিলেট বিভাগে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬৫ দশমিক ৮০ শতাংশ। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৪২ দশমিক ৫০ শতাংশ মানুষ। ১২ বছর বয়সের উপরের স্কুল ছাত্র-ছাত্রী, প্রবাসী ও ভাসমান লোকজন নিয়ে সিলেট বিভাগের চারজেলার মোট জনসংখ্যা ৭০ ভাগের বেশি মানুষ এপর্যন্ত টিকার আওতায় এসেছেন বলে দাবি সিলেটের স্বাস্থ্য বিভাগের।

Advertisement