গোলাপগঞ্জে রাতের আধাঁরে দুর্বৃত্তদের হামলায় এহতেশামুল হক শাহিন (৪২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন। রোববার (২১ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর এলাকায় এ ঘটনাটি ঘটে।
তিনি লরিফর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে। এহতেশামুল হক শাহীন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এহতেশামুল হক শাহিন হেতিমগঞ্জ বাজারের মেসার্স হাসিবা ট্রেডার্স চাউলের দোকানের মালিক। ঘটনার দিন রাতে তিনি জরুরি কাজ শেষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পাশে ওতৎ পেতে থাকা পুরো শরীরে ছাঁই মাখা ৪ জন দুর্বৃত্ত রাস্তায় কলাগাছ ফেলে তাদের গতিরোধ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাথে থাকা সবকিছু নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে অটোরিকশার চালক বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় তদন্তের স্বার্থে সন্দেভাজন দুজনকে আটক করা হয়েছে।