সিলেট বিভাগে আরও ২৮ করোনা রোগী


সিলেট বিভাগে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬০ জনে। মঙ্গলবার রাতে সিলেট স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওসমানীর পরীক্ষাগারে মোট ১৮৫ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগারের দুজন কারারক্ষী ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জনের নমুনা পরীক্ষার পর ধরমপাশা উপজেলার সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৬০ জনের শরীরে। এর মধ্যে সিলেটের ১৮৬ জন, হবিগঞ্জের ১৩১ জন, সুনামগঞ্জের ৮২ ও মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ৯২ জন। আক্রান্তদের মধ্যে সাতজন মারা গেছেন।

Advertisement