সীতাকুণ্ডে গরিবের ডাক্তার শাহ আলম হত্যার মূলহোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম নজির আহমেদ সুমন ওরফে কালু (২৬)।

র‌্যাবের দাবি, নিহত কালু ডাকাত দলের প্রধান। তিনি সীতাকুণ্ডে বন্দুকযুদ্ধে ডা. শাহ আলম হত্যার মূলহোতা। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, ডা. শাহ আলম হত্যার মূলহোতা নজির আহমেদ সুমন প্রকাশ কালু আটকের জন্য সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় অভিযানে যায় র‌্যাব।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কালু ডাকাত ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থলে কালু ডাকাতের গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়।

১৭ অক্টোবর রাতে সীতাকুণ্ডের কুমিরায় নিজ ক্লিনিক থেকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ফেরার পথে খুন হন ডা. শাহ আলম।

Advertisement