সেই ক্রোজিয়ারকে নিয়ে রসিকতা করে চাকরি খোয়ালেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি!

ব্রিট বাংলা ডেস্ক :: পাঁচ হাজার ক্রুবিশিষ্ট পরমাণুশক্তিচালিত মার্কিন রণতরীর ক্যাপ্টেন ক্রোজিয়ারকে নিয়ে রসিকতা করায় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি থমাস মডলিকে।

রণতরীটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার চিঠি ব্যাপকভাবে প্রচার পাওয়ায় ক্রোজিয়ার নিম্ন বিচারবুদ্ধির পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন মডলি।

এ তথ্য ফাঁস করার অভিযোগে এর আগে রণতরীর ক্যাপ্টেন ক্রোজিয়ারকে তার দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছিলেন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি থমাস মডলি।

ক্যাপ্টেন ক্রোজিয়ারকে নিয়ে বাজে মন্তব্য করায় এবার নিজের চাকরিই খোয়ালেন থমাস মডলি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার স্থানীয় সময় মঙ্গলবার সকালে তার ইস্তফাপত্র গ্রহণ করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়ামে নোঙর করে রাখা ওই রণতরীর ১১৪ ক্রুর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে বলে জানান ওই অঞ্চলের শীর্ষ নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল জন মেনোনি।

রণতরী থেকে ইতিমধ্যে নাবিকদের সরিয়ে নেয়া হয়েছে। ওই দ্বীপের হোটেলে দুই সপ্তাহের জন্য তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নৌবাহিনী জানায়, দুই হাজার ৭০০ ক্রুকে কোয়ারেন্টিনে রাখার জন্য রণতরী থেকে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু মেনোনি বলেন, ‘প্রয়োজন হলে আগামীকালই সমুদ্রে যেতে পারবে সেটি।’

Advertisement