ব্রিটবাংলা ডেস্কঃটাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্ট গ্রুপের উদ্যোগে সেন্ট ডানস্টেন ওয়ার্ডে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্টেপনি স্টিফোর্ড সেন্টারে আয়োজিত সভায় ২০১৮ সালের কাউন্সিলার নির্বাচনে এ ওয়ার্ড থেকে ইন্ডিপেনডেন্ট গ্রুপের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বর্তমান কাউন্সিলার মাহবুব আলম ও মমিনা বেগমের প্রার্থীতা নিশ্চিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যমলেটস কাউন্সিলের সাবেক মেয়র লুতফুর রহমান। তিনি বলেন এলাকার মানুষের নানা সমস্যা সমাধানে বর্তমান কাউন্সিলার মাহবুব আলম তার কর্মদক্ষতার পরিচয় দিয়েছে।
ভবিষ্যতেও মাহবুব আলম ও মমিনা বেগমের উপর আস্থা রাখার আহবান জানান সাবেক মেয়র। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল মুকিত।
এতে আরো বক্তব্য রাখেন গ্রুপ লিডার ওলিউর রহমান, ফারুক আহমেদ, মিজানুর রহমান, আব্দুর রব, দিপু জায়গীদার, খয়রুন নেসা, মোতাকিন আলী, ফরিদা ইয়াসমীন, আব্দুস সামাদ, সাইদুল ইসলাম, সেপু মিয়া, আরজু মিয়া, ফারহানা আখতার প্রমুখ।
কাউন্সিলার মাহবুব আলাম ও মমিনা বেগম সকলে ধন্যবাদ জানিয়ে ২০১৮ সালের নির্বাচনে সকলের সহযোগীতা চান।
চিলড্রেন সার্ভিস, ইয়ুথ সেন্টার, সোসাল কেয়ার বৃদ্ধিসহ ড্রাগস নিয়ন্ত্রনে কাজ করে যাবেন বলে জানান তারা।
এছাড়া জনসভায় বক্তারা বতর্মান মেয়রের নানা কর্ম সমালোচনা করেন।
তারা বলেন বিভিন্ন ক্ষেত্রে বাজেট কাট, কাউন্সিল টেক্স বৃদ্ধি করা হচ্ছে।
এসবের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার সহযোগীতা চাওয়া হয় সভায়।
উল্লেখ্য ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিলার নির্বাচনে লেবার ও কনজারভেটিভসহ অন্যান্য দলের প্রার্থীতা নিশ্চিত হয়েছে।
লেবার দলের হয়ে লড়বেন কাউন্সিলার আয়াছ মিয়া ও দিপা দাস।