প্রায় এক সপ্তাহে আগে দক্ষিণ লন্ডনের একটি ঘরোয় পার্টিতে ব্ল্যাক লাইভস মেটার ক্যাম্পেইনার সেশা জনসনকে গুলি করে হত্যার চেষ্টার দায়ে ১৮ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি লুইশামের বাসিন্দা। শনিবার সকালে তাকে ওয়েস্ট মিনষ্টার ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে তাকে জামিন দেননি বিচারক। আগামী পঁচিশে জুন ওল্ডবেইলি আদালতে আবারো তাকে হাজির করা হবে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আরো ৪ জনকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে।উল্লেখ্য মাথায় গুলিবিদ্ধ সেশা জনসন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement