সৌদি আবহা বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা

ব্রিট বাংলা ডেস্ক : সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিমানবন্দরের সামরিক স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা।

টুইটারে ওই সামরিক গোষ্ঠীর মুখপাত্র ইয়াহইয়া সারেয়া এমন খবর দিয়েছেন।

কিন্তু সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

দেশটি ইতিমধ্যে দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে। এর আগে ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনি সরকারকে হটিয়ে রাজধানী সানা দখল করে নেয় হুতিরা।

Advertisement