সৌদি আরবে বিধিনিষেধে শিথিলতা

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসের কারণে আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে সৌদি আরব। আজ রোববার থেকে শিথিল করা হয়েছে কারফিউ। ফলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবাধে চলাফেরা করতে পারবে জনসাধারণ। বুধবার থেকে খুলে দেয়া হবে দোকানপাট এবং কিছু কারখানা। তবে এই শিথিলতার আওতায় আসবে না ওইসব স্থান, যেখানে সামাজিক যোগাযোগ রক্ষা করা যাবে না। এমন স্থানের মধ্যে রয়েছে জিম ও রেস্তোরাঁ। পবিত্র মক্কা ও মদিনা শহর এবং যেসব স্থান কোয়ারেন্টিন করা হয়েছে এর আগে সেগুলো লকডাউনই থাকবে। সৌদি আরবে এখন পর্যন্ত কমপক্ষে ১৬০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

মারা গেছেন ১৩৬ জন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Advertisement