স্কটিশ লেবারে ৩ বছরে ৪ লিডার

ব্রিটবাংলা রিপোর্ট : স্কটিশ লেবার পার্টির নতুন লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিচার্ড লিওনার্দ এমএসপি। সাবেক লিডার কাজিয়া ডাগডেইলের পদত্যাগের পর শনিবার নতুন লিডারশীপ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৫৬ দশমিক ৭ শতাংশ ভোটে রিচার্ড লিওনার্দ স্কটিশ লেবারপার্টির লিডার নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনাস সারয়োরা পান ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট।
এ নিয়ে ৩ বছরের ভেতরে স্কটিশ লেবার পার্টির ৪র্থ লিডার হলেন রিচার্ড। প্রায় ১৮ মাস আগে তিনি এমএসপি নির্বাচিত হন।
নবনির্বাচিত লিডারকে অভিনন্দন জানিয়ে এক সঙ্গে কাজ করার কথা বলেছেন এমএসপি আনাস সারয়োর। নবনির্বাচিত স্কটিশ লেবার লিডারকে স্বাগত জানিয়েছেন লেবার লিডার জেরেমি করবিনও। নতুন লিডার ইউনিয়নিস্ট এবং জেরেমি করবিনের সমর্থক। সাবেক স্কটিশ লিডার কাজিয়া ডাগডেইল করবিন বিরোধী ছিলেন। তিনি আইটিভির আইএম এ সেলিব্রেটি গেট মি আউট অব জঙ্গলে অংশ নিচ্ছেন বলেও জানা গেছে।

Advertisement