স্বজন সান্নিধ্যে কাজল রশিদ এর ফিফটি 

একটি বিশেষ প্রকাশনা

“আনন্দবাড়ী”

আহাদ চৌধুরী বাবু : উপরের শিরোনামটি একটি গল্পের নাম, নামকরনটি একজন কবির প্রতি, ভালোবাসার দায় থেকে করেছেন, গল্পকার, শব্দ কারিগর, সাঈম চৌধুরী গল্পটি একজন কবির ।

বিলেতের কবিদের সংখ্যা হাতেগোনা কিন্তু তাদের অবস্থান উজ্জল এবং গৌরবের । কৃষ্টি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যকে তৃতীয় বাংলায় সমৃদ্ধ করছেন ।

সেই কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি, কবি কাজল রশীদ  তিনি শুধু কবি নয়, সম্পাদক এবং প্রকাশক ৷

কবি কাজল রশীদের ৫০ বছর পূর্তি উপলক্ষে কবিতা স্বজন পরিবারের আয়োজনে জন্মদিনের অনুষ্ঠান কবিদের জমজমাট আড্ডা মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

আয়োজক কবিতাস্বজন, পরিবার একটি ব্যতিক্রম সংগঠন।

যেখানে সভাপতি নেই, নেই পদপ্রাপ্তির লড়াই ।

কবিতা স্বজন একদল উদ্যমী সাহিত্যকর্মীদের প্রচেষ্ঠার ফসল ৷ বিলেতের সাহিত্যকর্মীদের ও লেখকদের প্লাটফর্ম ৷

আড্ডায় উপস্হিত স্বজনেরা বলেন, “আমাদের সম্মিলিত হওয়ার প্রয়াস এবং প্রিয় কবিকে ঘিরে তার প্রিয়জন শুভাকাংখীদের সাথে তার প্রিয় কিছু মূহুর্তকে ভাগ করা৷ কাজল রশীদ স্বজন পরিবারের পরামর্শক সহযোগী ৷”

“এই গুণী মানুষকে নিয়ে তার ৫০ বছরের জন্ম বার্ষিকী আয়োজন আমাদের নিজেদের দায় থেকে। আমরা প্রত্যাশা করি কবি তার সৃষ্টি ধারা আলোকিত সময়কে স্বাগত জানাবেন৷”

তার কলমে সৃষ্টি হোক উজ্জল পংক্তিমালা, সময়ের নন্দিত উচ্চারন৷

কবির জন্মদিন উপলক্ষে একটি বিশেষ প্রকাশনা সাকিন উত্তর মুলাইম প্রকাশিত হয়। এতে বিলেতের ৪০ জন বিশিষ্ট কবি

কাজল রশীদের কর্ম, তার কাব্য প্রতিভা নির্মল চুপচাপ মানুষটির হাজারো কথা মালার স্থান ঘটেছে ৷

কবি কাজল রশীদের শুভার্থী স্বজনদের মধ্যে অনেকে নিজেদের করে বলেছেন তাতে।

ফরিদ আহমদ রেজা লিখেছেন, ঘন আধাঁরের ভিতর দাঁড়িয়ে থেকেও বৃষ্টির বীজপক্ষের কবি কাজল রশীদ ৷ হামিদ মোহাম্মদ লিখেছেন,  কাজল রশীদ একজন অকপট ও চুপচাপ নির্মল মানুষ৷

মুজিবুল হক মনি, যতদিন রবে ভবে সুন্দর ও সত্যের সাক্ষ্য হবে৷

ময়নুর রহমান বাবুল, বাকী পথ ভাঙতে হবে প্রহর অর্ধেক বাকী ৷ মুখরিত চারিধার চারি পাশ পৌঁছে দেবে শতের কোঠায়।

ফারুক আহমদ রনি তার ভাব প্রকাশ করেন এভাবে “সংসার কর্মজীবন কাব্যজীবন বন্ধুত্ব আড্ডা প্রকাশনা রাজনীতি সব মিলিয়ে তিনি যেন বাজিমাৎ করেছন৷” আতাউর রহমান মিলাদ বলেন, একই পথে একই বিশ্বাসে হাঁটা বহুদুর।

কাইযুম আবদুল্লাহ, কবি কাজল রশীদ একজন কাব্যসাধকই নয় তিনি সাহিত্যসেবীও বলে উল্লেখ করেন।

অনোয়ারুল ইসলাম অভি প্রকাশ করেছেন এভাবে “কলমে ও মননে আলো ছড়াক অগণন পাঠকের মন৷”

ফারুক আহমদ লিখেছেন, কবিরা সব সময় অন্তত মনের দিক দিয়ে চির সবুজ ৷

একে এম আব্দুল্লাহ  লিখেছেন, সকলের ভালোবাসায় ভরে উঠুক কবির অর্ধশত জন্মদিন৷

নজরুল ইসলাম অকিব লিখেছেন, তাের জন্মদিন সেঞ্চুরী দেখার প্রত্যাশায় ।

আহমদ ময়েজ বলেছেন, কবির কাব্য ভাবনা প্রচুর সংহার মিশ্রিত ৷ পরবাসের যাতনার চেয়ে স্বদেশ যাতনা তাকে ভাবায় বেশী।

গল্পকার সাঈম চৌধুরী লিখেছেন, মনু জলে সাঁতার কাটুন কাজল রশীদ উঠে আসুন শুদ্ধ শুভ্রতায় ।

শাহ সোহেল আমিন লিখেছেন, জীবনের ক্ষণে ক্ষণে তুমি এগিয়ে চলো আগামী ।

শামীম শাহান: কাজল রশীদ তুমি দীর্ঘায়ু হও৷

কবি শামীম আহমদ লিখেছেন, খিলখিল করে বর্ণমালা গুলো হেসে উঠলো পুস্পিতা কেনো জানিস ? আজ যে কবির জন্মদিন ।

তালুকদার রায়হান বলেছেন, কবি শব্দে সরব ৷

কবির সহপাঠি বাল্যবন্ধু আবু মকসুদ নিজের ভাব প্রকাশ করেছেন “কাজল আমার বন্ধু। প্রায় চল্লিশ বছরের বন্ধুত্ব তাকে নিয়ে আমি ইর্ষান্বিত এবং গর্বিত ৷”

স্বজনদের মধ্যে আরো লিখেছেন কবি আরফাত তানিম মুহাম্মদ মুহিদ, আহমদ হোসেন বাবলু, উদয় শংকর দূর্জয়, হেলাল আহমেদ, ইকবাল হোসেন বুলবুল, রেজুয়ান মারুফ সাজিয়া স্নিগ্ধা, সাগর রহমান, মশহুদ বকস, নজমূল আন্জুমান রোজী ফাহমিদা ইয়াসমিন, শেখ শামসুল ইসলাম আবু তাহের, মোহাম্মদ ইকবাল, আসমা মতিন, দিলু নাসের ইকবাল বাহার সুহেল, তুহিন চৌধুরী, সিকদার কামাল, গোলাম কবির ৷

আড্ডায় আর উল্লাসে কবিকে বরন করেন ফুল দিয়ে অনেকে ।

কবির প্রতি ভালোবাসা জানাতে উপস্হিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক লেখক ইসহাক কাজল, গবেষক ফারুক আহমদ, সাংবাদিক লেখক হামিদ মোহাম্মদ।

কবি ও সুরমা সম্পাদক আহমদ ময়েজ, কবি ময়নুর রহমান বাবুল, কবি আতাউর রহমান মিলাদ, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক গল্পকার সাঈম চৌধুরী, কবি শাহনাজ সুলতানা, কবি শামীম আহমদ, কবি প্রাবন্ধিক আবু মকসুদ, কবি ফারুক আহমদ রনি, ব্রিটবাংলা ২৪ডটকমের নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি কাইয়ুম আবদুল্লাহ, ইকবাল বাহার ,হেলাল সাইদ, মোহাম্মদ রুহেল, মোহাম্মদ ইকবাল, সাগর রহমান, শাহ সুহেল আমিন, তুহিন চৌধুরী, একে এম আব্দুল্লাহ, কবি শামীম শাহান, আব্দুল আলিম ডালিম, আনোয়ারুল ইসলাম অভি, ব্রিকলেন সম্পাদক জুয়েল রাজ, জামাল আহমদ, এম মোশাহিদ খান, শেখ শামসুল ইসলাম, নজরুল ইসলাম অকিবসহ অনেকে।

একটি বর্ণিল দিনের আনন্দের সাথে কবিকে বরন করে স্মরণীয় করে রাখলেন স্বজনেরা ৷

ACB#17

Advertisement