স্যার ডেভিড হত্যায় আলি হারাবি আলি দোষি সাব্যস্ত

কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড এমেসকে ছুরিকাঘাতে হত্যার দায়ে সোমালি বংশ্বোদ্ভুত আলি হারাবি আলিকে দোষি সাব্যস্ত করেছে আদালত। গত বছরের ১৫ অক্টোবর এসেক্সের লি-অন-সি এলাকায় নিজের সার্জারিতে এমপি ডেভিডকে ছুরিকাঘাতে হত্যা করে আলি। ৬৯ বছর বয়সী এমপি ডেভিডের শরীরে অন্তত ২০টি আঘাত করে সে। সোমবার ওল্ডবেইলি আদালতের জুরি বোর্ড ১৮ মিনিটের শোনানিতে আলিকে স্যার ডেভিড এমেস হত্যা এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতির জন্যে দোষি সাব্যস্ত করেন।

আলি হারাবি আলি

উত্তর লন্ডনের কেন্টিস টাউনের বাসিন্দা ২৬ বছর বয়সী আলি হারাবি আলি আদালতে তার উপর আনা অভিযোগ অস্বীকার করে বলেছিল, সিরিয়ায় বিমান হামলার পক্ষে ভোট দেওয়ার কারণেই এমপিকে টার্গেট করেছিল সে। বুধবার আলি হারাবি আলির সাজার মেয়াদ ঘোষণা করবে আদালত।

Advertisement