হংকংয়ে গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক, আহত ১৫

ব্রিট বাংলা ডেস্ক :: হংকংয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাউথ চায়না মর্নিং পোস্ট ও টেলিভিশনের প্রতিবেদন থেকে জানা যায়, সংঘর্ষে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের ছোঁড়া গুলি ওই ব্যক্তির বুকে লেগেছে। এই ব্যাপারে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের দাবি, সংঘর্ষ থামাতে তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন।

স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য খুব কাছ থেকে একজন বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন। তবে নিরপেক্ষ সূত্র থেকে ওই ভিডিও’র সত্যতা যাচাই করা সম্ভবপর হয়নি।

উল্লেখ্য, চীনের স্বাধীনতার ৭০ বছর পূর্তিকে সামনে রেখে হংকংয়ে ফের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অপরদিকে বিক্ষোভ দমনে এ দিন নিরাপত্তা বাহিনীকেও মারমুখি অবস্থানে দেখা যায়।

Advertisement