ব্রিট বাংলা ডেস্ক :: হংকংয়ের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় আগুনে পুড়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং অনেকে দগ্ধ হয়েছেন। রোববার রাতে ইয়া মা তেই আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে হংকংজিএফপি নিউজ জানায়, স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে আগুনের খবর পান পুলিশ। আবাসিক এলাকাটিতে বেশিরভাগই পুরানো ঘরবাড়ি, দোকানপাট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভরা। পরে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় অনেকে দগ্ধ হয়েছেন।
খবরে বলা হয়, ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতিগতভাবে চাইনিজ নন এমন অধিবাসীদেরই বসবাস ছিল এখানে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। সিএনএ।