হবিগঞ্জে নকল জুস ও ফুড ফ্যাক্টরির সন্ধান

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় নকল জুস ও ফুড ফ্যাক্টরির সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১ টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন ও আফিয়া আমিন র‌্যাবের একটি টিম নিয়ে অভিযান পরিচালনাকালে এই কারখানার সন্ধান পান।

এ সময় কারখানার মালিক লায়েছ মিয়া পালিয়ে যায়। তবে কারখানার শ্রমিক বাঘেরহাটের পুলিরহাট গ্রামের আলম বেগের ছেলে ইয়াজ উদ্দিন রাজকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জুস ও খাদ্যসামগ্রী জব্দ করে তা বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন জানান, ধুলিয়াখাল এলাকায় একটি বিল্ডিংএ এই কারখানার সন্ধান পাওয়া যায়। তবে কোনো কারখানার কোনো নাম নেই। তাদের উৎপাদিত কয়েকটি পণ্যের মোড়কে ‘রবো’ এবং ‘হাইস্পিড’ লেখা ছিল। তারা অননুমোদিত ক্যামিকেল ও বিভিন্ন রং এবং ফুড ফ্লেভার এবং নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার করে জুসসহ বিভিন্ন পণ্য তৈরি করে। মোড়কে বিএসটিআইএর লগো ব্যবহার করলেও নিচে লেখা রয়েছে বিএসটিআই এর অনুমোদন নেই। আটককৃত কর্মচারী পরিবেশের ছাড়পত্র এবং কোনো লাইসেন্স দেখাতে পারে নি।

অভিযানকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেকসহ র‌্যাবের একটি টিম উপস্থিত ছিলেন।

Advertisement