হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্পে নিহত ২৯ জন

হাইতির পশ্চিমাঞ্চলে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস )। ভূমিকম্পের ঘটনায় ২৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পের কারণে একটি শক্তিশালী সুনামির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরাইউএসজিএস জানিয়েছে, শনিবারের এই ভূমিকম্পটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১৬০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো মাটি থেকে ১০ কিলোমিটার গভীরতায়।তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটি ৭.৬ মাত্রার ছিলো।১১ বছর আগেও দেশটি একবার শক্তিশালী ভূমিকম্পের শিকার হয়েছে, যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো দেশটি সেই ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠেনি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

Advertisement