হাইপারসনিক অস্ত্রে আমাদের চেয়ে এগিয়ে রাশিয়া : যুক্তরাষ্ট্র

ব্রিট বাংলা ডেস্ক :: হাইপারসনিক অস্ত্র নির্মাণে রাশিয়া তাদের চেয়ে এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।

এ বিষয়ে মার্ক এসপার বলেন, আমরা হাইপারসনিক অস্ত্র নির্মাণে রাশিয়ার সমান যোগ্যতা অর্জন করতে চাই।

তিনি আরও বলেন, আমরা গত কয়েক বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করার পর থেমে গিয়েছিলাম। তখন আমরাই এগিয়ে ছিলাম। কিন্তু এখন আবার শুরু করার চিন্তা করছি কারণ আমরা এই প্রযুক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

এর আগে ২০১৮ সালের আগস্টে চীন ঘোষণা দেয়, যে তারা এমন একটি হাইপারসনিক বিমান পরীক্ষা করতে সক্ষম হয়েছে, যেটি বিশ্বের যেকোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটি এমন একটি ‘ওয়েভ রাইডার’ বিমান যেটি, যেটি নিজের তৈরি করা শব্দের ধাক্কা ব্যবহার করে বায়ুমণ্ডলে দ্রুত গতিতে ভেসে বেড়াতে পারে।

Advertisement