হোলি উৎসবের পরে দিল্লি সহিংসতা নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার

ব্রিট বাংলা ডেস্ক :: বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের পর ভারতে লোকসভার স্পিকার ওম বিরলা বলেছেন, হোলি উৎসবের পরে দিল্লি সহিংসতা নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে প্রস্তুত ভারত সরকার। আগামী ১০ই মার্চ ভারতে হোলি উৎসব। স্পিকারের কথা অনুযায়ী এই তারিখের পর সহিংসতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার। বিরোধীদের তীব্র বিরোধে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় আজ লোকসভায়। এর এক পর্যায়ে তিনি ঘোষণা দেন যে, আপনারা সবাই চেয়ার বা সভাপতির সিদ্ধান্ত মেনে নিতে সম্মত হয়েছেন। সরকারও এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। হোলি উৎসবের পরে হতে পারে এই আলোচনা। উল্লেখ্য, সহিংসতা নিয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলো তীব্র চাপ সৃষ্টি করেন। ওই সহিংসতায় গত সপ্তাহে দিল্লিতে কমপক্ষে ৪৮ জন নিহত হন।

বিরোধীদের প্রতিবাদ ও বিশৃংখল অবস্থার কারণে বেশ কয়েকবার অধিবেশন মুলতবি করা হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ও জি নিউজ।

Advertisement