বিশেষ প্রতিনিধি : বিশ্বের সবচাইতে বড় সমছা তৈরী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ইউকের চ্যারিটি সংস্থা মুসলিম এইড। ব্রাডফোর্ড কলেজের ১১০ কেজি ওজনের রেকর্ড ভেঙ্গে ১৫০ কেজির ভেজিটেবল সমছা তৈরি করেন মুসলিম এইডের শেফ ও ভলান্টিয়াররা।
মঙ্গলবার লন্ডন মুসলিম সেন্টারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারা নতুন এই বিশ্ব রেকর্ডের ঘোষনা দেন। এ সময় মুসলিম এইডের পক্ষ থেকে জানানো হয়, মূলত কোরবানী‘র ক্যাম্পেইনের অংশ হিসেবে এই আয়োজন। গত বছর মুসলিম এইড প্রায় ২৫০ হাজার মানুষের কাছে কোরবানীর মাংস পৌছে দিয়েছে। এবারের টার্গেট প্রায় ৩শ হাজার। এজন্য কমিউনিটির সবার সহযোগিতা কামনা করে মুসলিম এইড। মুসলিম এইডের সমছা তৈরির উপর চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়েরের করা রিপোর্টটি ব্রিটবাংলার পাঠকদের জন্য এখানে তুলে দেওয়া হল। এ জন্য কৃতজ্ঞতা চ্যানেল এসের প্রতি। নিউজটি দেখার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করুন। উল্লেখ্য আগামি ২৫ ও ২৬ আগস্ট চ্যানেল এসে লাইভ কোরবানি আপিল করবে মুসলিম এইড।