২৮ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর কর্মী সমাবেশ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার দায়িত্বশীল বৈঠক গত ২৩ জুলাই পূর্ব লন্ডনের আল ইখওয়ান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়েখ মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা শাহনুর মিয়া,সহ সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগরীর সহ সভাপতি মাওলানা আরমান আলী,সাংগঠনিক সম্পাদক হাফিজ শহির উদ্দিন,বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী,সদস্য হাফিজ সানাওয়ার আলী। বৈঠকে আগামী ২৮ জুলাই,জুম্মাবার,সন্ধ্যা ৯-১৫ মিনিটে যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমীতে অনুষ্ঠিত কর্মী সমাবেশ সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী।এছাড়াও যুক্তরাজ্য ও লন্ডন মহানগরী শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
পরিশেষে ভারতে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম এর মুহতারাম আমীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী দাঃ বাঃ ও লন্ডনে চিকিৎসাধীন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দীসে হবিগঞ্জীর দাঃ বাঃ এর দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি,বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী । প্রেস বিজ্ঞপ্তি

Advertisement