৩০ মার্চের মধ্যে সিলেটের সকল উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন

সিলেট অফিস :: সিলেট জেলা যুবদলের আওতাধীন সকল উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন আগামী ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। আজ সোমবার জেলা যুবদলের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, জেলা যুবদলের আওতাধীন সকল উপজেলা ও পৌর যুবদলকে সুসংগঠিত করতে সিলেট জেলা যুবদলের ৬ সাংগাঠনিক টিমের দলনেতাদের নিয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়।

জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে জরুরী সভায় সাংগঠনিক টিমকে ৩টি ধাপে তৃণমূল সফর শুরু করতে করণীয় চিঠি প্রদান করেছেন।

আগামী ৩০ মার্চের মধ্যে সকল উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন সম্পূর্ণ করতে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বৈঠকে উপজেলা ও পৌর সাংগঠনিক টিমের দলনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সদস্য এড. মোমিনুল ইসলাম মোমিন, আখতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, এড. সাইদ আহমদ, সাহেদ আহমদ চমন, মইনুল ইসলাম মঞ্জু।

Advertisement