৪৬.৫ ওভারে ১৯২ রানে অলআউট বাংলাদেশ

লিটন দাসের ৮৬ রানের পরও মাত্র ১৯২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় এদিন দলীয় সংগ্রহ বাড়াতে পারেনি স্বাগতিকরা। লিটন বাদে মুশফিকুর রহিম ৩০ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ২৯ রান।আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচেও দারুণ শুরু পান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস।তবে অধিনায়ক তামিম ইকবালকে দ্রুতই হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন লিটন। সাকিবের সম্ভাবনাময় ইনিংস থামে ৩০ রানে। বিদায়ের আগে আগে ৩৬ বলের মোকাবিলায় ৩টি চার হাঁকান তিনি।সাকিবের বিদায়ের পর আবারও খেই হারায় বাংলাদেশ। আগের ম্যাচে শতকের পর লিটন বলেছিলেন, ৩৫ ওভার পর্যন্ত টিকে থাকলে ৮৫ রান করার সামর্থ্য তার আছে। তৃতীয় ম্যাচে তা করেও দেখালেন এই ডানহাতি ব্যাটার। ৩৬তম ওভারে সাজঘরে ফেরার আগে ১১৩ বলের মোকাবিলায় ৭টি চারের সহায়তায় ৮৬ রান করেন তিনি।লিটনের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বলার মতো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কেউই। শেষপর্যন্ত ৪৬.৫ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯২ রান। ৫৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।আফগানিস্তানের পক্ষে রশিদ খান তিনটি ও দুটি উইকেট শিকার করেন মোহাম্মদ নবি।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১৯২/১০ (৪৬.৫ ওভার) লিটন ৮৬, সাকিব ৩০, রিয়াদ ২৯* রশিদ ৩৭/৩, নবী ২৯/২জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ১৯৩ রান।

 

Advertisement