ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাস মোকাবিলায় শহরজুড়ে লকডাউন বিবেচনায় নিয়ে ৪ এপ্রিল পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। শহরটির নি¤œ আদালতগুলোও এই সময় পর্যন্ত বন্ধ থাকবে। ‘লিমিটেশন এক্ট’ এর ৪ নম্বর ধারা মেনে এ কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, এ সময়ের মধ্যে অতীব প্রয়োজনীয় ব্যাপারে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে ফোনে জানানো যাবে। সেখানে অনুমোদন মিললে একজন বিচারক ভিডিও কনফারেন্স করে অভিযোগটি শুনবেন।
Advertisement