জুডিশিয়াল রিভিউ’র আবেদনের ফয়সালা হবার আগেই লন্ডনের বিভিন্ন বারায় ইউলেজ ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে/ ট্রান্সপোর্ট ফর ল-ন। লন্ডন মেয়র সাদিক খানের ঘোষণা অনুযায়ী/ আগামী ২৯শে অগাস্ট থেকে পুরো লন্ডনকে/ আলট্রা লো ইমিশন জোন সংক্ষেপে ইউলেজ-এর আওতায় আনা হবে। এ কারণে ইউলেজের আওতায় নতুনভাবে যুক্ত লন্ডনের বিভিন্ন বারায়/ গাড়ির নাম্বার প্লেট পড়তে পারে/ উন্নত প্রযুক্তির ২ হাজার ৭শ ৫০টি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে/ ট্রান্সফোর্ট ফর লন্ডনের। গত জানুয়ারীতে/ ১৭টি বারায় নতুন ৩শ ১২টি ক্যামেরা বসানোর কাজ শেষে হয়েছে। এরমধ্যে বার্নেটে ৪১টি/ ৩৭টি করে এনফিল্ড এবং হ্যান্সলো/ ৩১টি রেডব্রিজে/ ২১টি রিচমন্ড এবং ২০টি বার্কিং এন্ড ডেগেনহ্যামে। তবে মেয়র সাদিক খানের ইউলেজ বাড়ানোর পরিকল্পনার পর্যালোচনার জন্যে হাইকোর্টে আবেদন করেছে/ টোরি নিয়ন্ত্রিত/ বেক্সলি/ ব্রোমলি/ হ্যারো এবং হিলিংডনসহ সারি কাউন্টি কাউন্সিল। এ কারণে এসব বারায় এখনো ইউলেজ ক্যামেরা স্থাপন করা হয়নি। লন্ডন মেয়র সাদিক খান পুরো লন্ডনকে ইউলেজভুক্ত করার ঘোষণা দিলেও এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলগুলোর নিজস্ব মতামত প্রদানের অধিকার রয়েছে।
অগাস্ট থেকে পুরো লন্ডন ইউলেজে : চলছে ক্যামেরা বসানোর কাজ
Advertisement