অগাস্ট থেকে পুরো লন্ডন ইউলেজে : চলছে ক্যামেরা বসানোর কাজ

জুডিশিয়াল রিভিউ’র আবেদনের ফয়সালা হবার আগেই লন্ডনের বিভিন্ন বারায় ইউলেজ ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে/ ট্রান্সপোর্ট ফর ল-ন। লন্ডন মেয়র সাদিক খানের ঘোষণা অনুযায়ী/ আগামী ২৯শে অগাস্ট থেকে পুরো লন্ডনকে/ আলট্রা লো ইমিশন জোন সংক্ষেপে ইউলেজ-এর আওতায় আনা হবে। এ কারণে ইউলেজের আওতায় নতুনভাবে যুক্ত লন্ডনের বিভিন্ন বারায়/ গাড়ির নাম্বার প্লেট পড়তে পারে/ উন্নত প্রযুক্তির ২ হাজার ৭শ ৫০টি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে/ ট্রান্সফোর্ট ফর লন্ডনের। গত জানুয়ারীতে/ ১৭টি বারায় নতুন ৩শ ১২টি ক্যামেরা বসানোর কাজ শেষে হয়েছে। এরমধ্যে বার্নেটে ৪১টি/ ৩৭টি করে এনফিল্ড এবং হ্যান্সলো/ ৩১টি রেডব্রিজে/ ২১টি রিচমন্ড এবং ২০টি বার্কিং এন্ড ডেগেনহ্যামে। তবে মেয়র সাদিক খানের ইউলেজ বাড়ানোর পরিকল্পনার পর্যালোচনার জন্যে হাইকোর্টে আবেদন করেছে/ টোরি নিয়ন্ত্রিত/ বেক্সলি/ ব্রোমলি/ হ্যারো এবং হিলিংডনসহ সারি কাউন্টি কাউন্সিল। এ কারণে এসব বারায় এখনো ইউলেজ ক্যামেরা স্থাপন করা হয়নি। লন্ডন মেয়র সাদিক খান পুরো লন্ডনকে ইউলেজভুক্ত করার ঘোষণা দিলেও এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলগুলোর নিজস্ব মতামত প্রদানের অধিকার রয়েছে।

Advertisement