অতিরিক্ত বিদ্যুৎ বিল : ব্রিটেনে ১ মিলিয়নের বেশি পরিবার অর্থ ফেরত পাবেন

ব্রিটবাংলা ডেস্ক : সরকারের মূল্য সুরক্ষা নীতি উপেক্ষা করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করায় প্রায় ১ মিলিয়নের বেশি  গ্রাহককে অর্থ ফেরত দিতে ব্রিটেনের ১৮ টি বিদ্যুৎ সরবরাহকারীর প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে অফজ্যাম। এই ১৮টি প্রতিষ্ঠানর মধ্যে ব্রিটিশ গ্যাস, এন পাওয়ার এবং ইডিএফের মতো বড় ৬টি গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহকারীর প্রতিষ্ঠানের নামও রয়েছে।

অফজ্যাম জানিয়েছে, ২০১৩ সাল থেকে ২০২০ সালের ভেতরে কন্ট্রাক্ট বা চুক্তি নবায়ন ও পরিবর্তনের ক্ষেত্রে মূল্য সুরক্ষা নীতি উপেক্ষা করে এসব প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে হয় অতিরিক্ত অর্থ আদায় করেছে অথবা গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধের ঝুকিতে ফেলেছে। মূল্য সুরক্ষা নীতি উপেক্ষা করে গত ৭ বছরে আদায় করা প্রায় ১০ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড গ্রাহকদের ফিরিয়ে দিতে এই ১৮টি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে অফজ্যাম। এর মধ্যে ব্রিটিশ গ্যাস, এন পাওয়ার এবং ইডিএফসহ বড় ৬টি প্রতিষ্ঠানকে ফিরিয়ে দিতে হবে প্রায় ৭ দশমিক ২ মিলিয়ন পাউন্ড। এর মধ্যে ওভিও এনার্জিকেই ফিরিয়ে দিতে হবে ২ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড। এছাড়া স্কটিশ পাওয়ারকে ২ মিলিয়ন পাউন্ড, ব্রিটিশ গ্যাসকে ১ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড এবং শেলকে পরিশোধ করতে হবে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড।

চুক্তি নবায়ন বা পরিবর্তনের আগে সতর্কতার সাথে পুরোপুরি হিসেব নিকেশ করার জন্যে গ্রাহকদেরও পরামর্শ দিয়েছে অফজ্যাম।

Advertisement