অবশেষে এসআই আকবর গ্রেফতার!

সিলেট অফিস :: বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার রায়হান আহমদ (৩৪) এর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: চ্যানেল ২৪

মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তবে খবরটি সত্য না গুজব তা এখনো পরিষ্কার নয়।

এরআগে এই মা্মলায় কনস্টেবল টিটু দাসকে গ্রেপ্তার করে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।

প্রসঙ্গত, গত রোববার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান উদ্দিন মারা যান। তিনি সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান।

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নিহতের পরিবার। এ ঘটনায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

এদিকে এ ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

Advertisement