অবশেষে ড্রয়ের বৃত্ত ভাঙল আর্সেনাল

ব্রিট বাংলা ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লীগে টানা চার ম্যাচ ড্রয়ের পর জয় পেয়েছে আর্সেনাল। রোববার নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। লীগে সবশেষ ১০ ম্যাচের ছয়টিতে ড্র করা আর্সেনালের চলতি আসরে এটি সপ্তম জয়। ২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে নিষ্প্রাণ প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে দারুণ এক গোল করে আর্সেনালকে এগিয়ে দেন পিয়েরে এমরিক আউবামেয়াং। তিন মিনিট পর ব্যবধান বাড়ান নিকোলাস পেপে। পরের দুটি গোলই হয়েছে ম্যাচের অন্তিম মুহূর্তে। ৯০ মিনিটে মেসুত ওজিল করেন তৃতীয় গোল। ইংলিশ প্রিমিয়ার লীগে গত এপ্রিলের পর গোলের দেখা পেলেন জার্মান মিডফিল্ডার।

এরপর অতিরিক্ত সময়ে আরো এক গোল করে আর্সেনালের বড় জয় নিশ্চিত করেন আলেকসঁদ লাকাজেতে। প্রিমিয়ার লীগে ডিসেম্বরের পর গোল করলেন লাকাজেতে।

Advertisement