অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

প্রায় দুই সপ্তাহ তীব্র দাবদাহের পর অবশেষে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়। পরে রাত ১০টার দিকে ঝড়ো বৃষ্টি ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।এছাড়া, সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ছাড়াও জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।এদিকে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানিগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।সোমবার (১৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী। এদিন ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement