মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বেলা ১২টায় রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিশ্বকাপ দলের সদস্যরা হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারী।
স্ট্যান্ডবাই রাখা হয়েছে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে।নতুন মুখ হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন নাঈম শেখ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শামীম পাটোয়ারী।