অভিষিক্ত হলেন বিসিএ’র নতুন কমিটি

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন সংক্ষেপে বিসিএ’র নতুন কমিটির অভিষেক হয়েছে মঙ্গলবার। ইস্ট লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে জানানো হয়, বাইর থেকে স্টাফ আনা, ভিএটি কমনো ইত্যাদি ক্যাম্পেইনকে সামনে রেখে ট্রাফালগার স্কোয়ারে ডেমো‘র আয়োজন করা হবে। সদস্য বৃদ্ধির লক্ষে ১৫টি রিজিয়নকে থেকে ২০টি করার পদক্ষেপ নেয়া হবে। অনুষ্ঠানে সাবেক বৃটিশ মিনিষ্টার স্টিফেন টিমস, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জনবিগসসহ বিশিষ্টজন বক্তৃতা করেন।

৫৭ বছর পুরোনো কমিউনিটির শীর্ষ সংগঠন বিসিএ‘র নতুন কমিটি নির্বাহী সদস্যরা ফটোসেশনের মাধ্যমে তাদের একতার প্রামান দেন। এবার কমিটি গঠনের জন্যে নির্বাচন হয়নি। ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয় এই কমিটি। এতে নতুন সভাপতি হন কামাল ইয়াকুব। আর সেক্রেটারী হন ওলি খান। অনুষ্ঠানে নতুন সভাপতি বলেন, ব্রেক্সিট ক্যাম্পেইনে বিসিএ যুক্ত হয়েছিলো অনেক আশা নিয়ে। যা এখন নিরাশ এবং হতাশায় পরিণত হয়েছে। তবে এই পরিস্থিতিকে শক্তিতে পরিনত করতে পারেন রেস্টুরেটার্সরা।
অনুষ্ঠানে বিসিএ‘র আগামী দু বছরের পরিকল্পনা ঘোষনা করেন নয়া সেক্রেটারী জেনারেল ও সেলিব্রেটি শেফ ওলি খান। তিনি জানান, বর্তমানে হাজার খানিক মেম্বার হলেও তাদের ডাটাবেজে যুক্ত রয়েছেন প্রায় ৪ হাজার রেস্টুরেন্ট মালিক।

———————————–advertising—————————————–

নবনির্বাচিত কমিটির চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল সকলকে ধন্যবাদ জানিয়ে চলার পথে সকলের সহযোগীতা কামনা করে বলেন বিসিএ‘র সাথে আমার সম্পর্ক আত্মার এই সংগঠনটির সাথে প্রতিষ্টালগ্ন থেকে সম্পৃক্ত ছিলেন আমার মরহুম পিতা বাতির মিয়া। আমাদের পূর্বপুরুষেরা যে স্বপ্ন নিয়ে বিসিএ প্রতিষ্টা করেছিলেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রয়োজন সকলের সহযোগীতা।

অনুষ্ঠানে সদ্য সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার, সেক্রেটারী এম এ মুনিমসহ অন্যান্যদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। বক্তব্য রাখেন বিসিএ ভবনের ফাউন্ডিং মেম্বার ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি ও সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই।
নবনির্বাচিতরা হলেন প্রেসিডেন্ট মোস্তফা কামাল ইয়াকুব, সেক্রেটারী জেনারেল অলি খান, চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, অর্গ্রেনাইজিং সেক্রেটারী মিঠু চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মোকাদ্দুস, মোহাম্মদ ফজল উদ্দিন, মোজাহিদ আলী চৌধুরী, ইনামুল হক চৌধুরী, শাহ আব্দুল মালিক আজাদ, দরছ আহমদ, রফিক মিয়া, মোঃ আব্দুল সোলমান জেপি, মোঃ মইনুল আমিন বুলবুল, মোঃ ইউসুফ সেলিম, আনিছুল হক চৌধুরী, সৈয়দ হাসান আহমদ, টিপু রহমান, মঈনুদ্দিন, মেহেরুল ইসলাম। ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান, শাকুর আলী, শাব্বির আহমদ চৌধুরী, শামীম আহমদ, মাসুদ আহমদ, মানিক মিয়া, আব্দুল লতিফ কাওছার, আব্দুস সোবহান, এম আব্দুল হাকিম আজাদ, আব্দুল মান্নান, আব্দুর রহমান বাবুল, মোঃ কামরুজ্জামান জোয়েল, ফিরুজুল হক, মোহাম্মদ নাজাম উদ্দিন নজরুল, গোলাম রব্বানী আহমদ, আব্দুল হাফিজ, আব্দুল খালিক চৌধুরী, ডেপুটি সেক্রেটারী জেনারেল হেলাল মালিক, ঝুনু মিয়া, জয়েন্ট ট্রেজারার মোঃ ফাইজুল হক, জিয়া আলী, চৌধুরী, ডেপুটি অর্গেনাইজিং সেক্রেটারী সহিদুল হক চৌধুরী লিটন, দিলওয়ার হোসাইন, মেম্বারশীফ সেক্রেটারী সাইফুল আলম, জয়েন্ট মেম্বারশীফ সেক্রেটারী নাজ ইসলাম, আশরাফ তালুকদার, পাবলিক রিলেশন সেক্রেটারী আমিনুর রশিদ সেলিম জয়েন্ট পাবলিকেশন সেক্রেটারী মোহাম্মদ আনওয়ারুল ইসলাম, সহকারী পাবলিক রিলেশন সেক্রেটারী হুমায়ুনায়ুন রশিদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, এ্যাসিসটেন্ট প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ছুরুক মিয়া, ট্রেনিং এন্ড এডুকেশন সেক্রেটারী ফজলে রাব্বি চৌধুরী, এ্যাসিটেন্ট মোহাম্মদ আব্দুল কাদির, সোসিয়েল এন্ড ক্যালচারাল সেক্রেটারী মোহাম্মদ নাসির উদ্দিন, পোর্টস সেক্রেটারী মোহাম্মদ হোসাইন কামালী, এনইসি মেম্বার পাভেজ আহমদ, এম সিরাজুল ইসলাম রোশন আলী, মোহাম্মদ বুলবুল, আব্দুল মালেক, আবজল হোসাইন, মোহাম্মদ আব্দাল মিয়া, লুদু মিয়া চৌধুরী, আলতাফ হোসাইন, আনসার মিয়া, আবুল মনসুর জুয়েল, আব্দুল হক, আলাউদ্দিন (বাবুল), আব্দুল সুফিয়ান, ওয়াহিদ রহমান বুলু, বাদশা কাদির, আব্দুল মতিন তালুকদার, আহমেদ আলী, সালিম চৌধুরী, আব্দূল রাজ্জাক, বদরুল উদ্দিন রাজু, জোবায়ের জামান, জাহিদ আলী খোশনু, আব্দুল কাদির, আশরাফ হোসাইন মুকুল, শামসুল এ খান শাহীন, মোহিবুর রহমান, সালিকুর রহমান, মাসুম আহমদ, গোলাম রব্বানী আহাদ, আব্দুল রব, মোসলেহ আহমদ, জিয়াউল হক, ফজলুর রহমান, শাহাব উদ্দিন, হোসাইন আহমদ, শিপু মিয়া, মোস্তাফিজুর খন্দকার পায়েল, জাহাঙ্গির হক, সেলু মিয়া, মোহাম্মদ আলতাফুর রহমান শাহীন, সৈয়দ আবুল মনসুর লিলু, গোলাম খান নূরানী, রেহান রাজা, ফয়সল চৌধুরী, টিপু মিয়া, আতাউর রহমান লায়েক, ইয়ামিন আর এইচ দিদার, কয়ছর উদ্দিন মাহমুদ,আতিকুর রহমান (শেফ), তৌরিছ আলী, আব্দুল হক, মোহাম্মদ গণী, আব্দূল করিম নাজিম, আতাউর রহমান (মিঠু), হেলাল উদ্দিন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান জয়নাল, ওয়ালিউর রহমান চৌধুরী টিপু, নূরুর রহমান খন্দকার পাশা, এম এ মোনিম, বজলুর রশিদ এমবিই, এ এসএম আহমেদ বাবলা।

Advertisement