অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট

‘এলাম, খেললাম আর জয় করলাম’। এই প্রবাদটিকেই যেন বাস্তব বানাল চলতি আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্স। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে নিজেদের অভিষেকেই এক রকম বাজিমাত করল তারা। দুর্দান্ত খেলে ফাইনালে উঠে এসে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের ১৫তম আসরের শিরোপা জিতল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।ভারতের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। দাবি করা হয়- বর্তমানে এটাই নাকি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। যার অবস্থান গুজরাট রাজ্যে। ঘটনা ক্রমে এই রাজ্যেরই নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স এবার ফাইনাল খেলছে। স্বাভাবিকভাবেই মাঠটির অধিকাংশ সমর্থক যাচ্ছে গুজরাটের দিকে।শেষ পর্যন্ত শূন্য হাতে ঘরে ফিরতে হলো না গুজরাটের সমর্থকরা। ম্যাচ চলাকালীন পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন তারা। জয়ের জন্য মাত্র ১৩১ রানের মামুলি লক্ষ্য। ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাককয়কে ছক্কা হাকিয়ে ফাইনালের বিজয় উদযাপন করেন শুভমান গিল।আর এতেই ১১ বল হাতে রেখে রাজস্থানের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পায় গুজরাট টাইটান্স। এর মাধ্যমে অভিষেক আসরেই আইপিএল চ্যাম্পিয়নের মুকুট পরে নিল গুজরাট।

Advertisement