অমিত শাহ বলেন, তৃণমূল সরকার মা মাটি মানুষ স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিলো, এখন তা পরিণত হয়েছে তুষ্টিকরণ, তানাশাহি, তোলাবাজিতে। সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে যে, একুশের নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে? সৌরভ গঙ্গোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? এই প্রশ্নের জবাবে অমিত শাহ হেসে বলেন, তালিকায় আরও অনেক নাম আছে, এত তাড়াহুড়োর কিছু নেই। বাংলার নির্বাচনের এখনো ছ’মাস দেরি আছে।
এরপর তিনি উত্তরলরদেশের উদাহরণ দিয়ে বলেন, সেখানে কেউ মুখ্যমন্ত্রী মুখ ছিল না। দুপুরে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে পার্টি কার্যকর্তাদের একটি গোপন বৈঠকেও অমিত শাহ তাদের বলেন, মুখ্যমন্ত্রী মুখ নিয়ে তাদের ভাবতে হবে না। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তা ঠিক করবে। জোশ দিয়ে নয়, এই নির্বাচন লড়তে হবে হোশ দিয়ে। তিনি কার্যকর্তাদের মমতার সন্ত্রাস নিয়ে ভাবতে বারণ করেন। বলেন, ভোট এ মমতার সন্ত্রাস বন্ধ করে দেয়া হবে।
দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, তৃণমূলের পরিবারবাদের সঙ্গে বিজেপির বিকাশবাদের লড়াই হবে এবং দুশোর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। তিনি মোদি সরকার গরিব ও কৃষকদের জন্য কী প্যাকেজ এনেছে তার ফিরিস্তিও দেন।
দিল্লির বিমানে ওঠার আগে অমিত শাহ একটি টুইট বার্তায় বলেছেন, বাংলা সফরে ভালোবাসায় তিনি আপ্লুত। রাজ্যে পরিবর্তনের শংখধ্বনি তিনি শুনতে পাচ্ছেন।