ব্রিট বাংলা ডেস্ক:প্রতিবারের মতো এবার ও বিশাল আয়োজনে লন্ডনের অমুসলিমদের জন্য “ডায়লগ এন্ড ডিনার” অনুষ্টান অনুষ্টিত হয় ৷
২৬ শে সেপ্টেম্বর বুধবার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন মুসলিম সেন্টারে, মুসলিম কামিনিটি এসোসিয়েশন, ইসলাম এওয়ার্নেস প্রজেক্ট এবং ইস্ট লন্ডন মসজিদ এর যৌথ উদ্যোগে লন্ডনের বিভিন্ন পেশাদারি অমসুলিমদের নিয়ে একটি সুন্দর সন্ধ্যায় একটি সংলাপ,প্রদশনী ও ডিনারের আয়োজন করা হয় ৷
শিক্ষক, ডাক্তার, মিডিয়া কর্মী ও সমাজ কর্মী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় চারশত বেশি অমুসলিম নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ হাবিবুর রহমান,ব্রিটেনে বেড়ে উঠা তরুণ ছাত্র নেতা ডাক্তার শফিউল আমিনের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট দাওয়া প্রশিক্ষক, ইসলামী চিন্তাবিদ ও ইএনটি বিশেষজ্ঞ সার্জন ডঃ নাভেদ আহমেদ, অনুষ্টানের শুরুতে কুরআন হাদিসের আলোকে ইসলামের হিস্ট্রি ও নবী রাসূলের বিভিন্ন চরিত্রের উপর বিভিন্ন চিত্র প্রর্দশনী দেখানো হয় ৷
এছাড়াও আগত অথিতিদের ইস্ট লন্ডন মসজিদের বিভিন্ন প্রজেক্ট ও সরাসরি নামাজ দেখান হয় ৷
এবং তাদের বিভিন্ন প্রশ্নের সন্তুষ্টজনক উত্তর দেয়া হয় ৷ ডায়লগ এন্ড ডিনার অনুষ্টানের মাধ্যমে মুসলমানদের জীবন, চিন্তা, চেতনার ব্যাপারে অমুসলমানরা একটি সুন্দর সুস্পষ্ট ধারণা নিয়ে যায় অনেক ভুল ধারণা দূর হয়. তাদের সাথে আরো ভালো সুসপম্পর্ক গড়ে উঠে ৷
এই সুন্দর আয়োজনটি সফল ও সার্থক করার জন্য আয়োজকদের পক্ষ থেকে মাহফুজ নাহিদ সবাইকে ধন্যবাদ জানান ৷