অস্কার আসরে অসুস্থ্য স্ত্রীকে নিয়ে রসিকতা করার কারনে অনুষ্ঠানের উপস্থাপক কমেডিয়ান ক্রিস রককে থাপ্পর মারার কারনে হলিউড তারকা উইল স্মীথকে ১০ বছরের জন্যে অস্কারে নিষিদ্ধ করা হয়েছে। উইল স্মীথের স্ত্রীর মাথার চুল পড়ে যাচ্ছে। হলিউড কমেডিয়ান ক্রিস উইল স্মীথের স্ত্রী চুল পড়া রোগ নিয়ে কৌতুক করেছিলেন। এর জবাবে নিজের আসন থেকে উঠে স্টেইজে গিয়ে ক্রিস রকের গালে থাপ্পর বসিয়ে দেন স্মীথ। থাপ্পর খেয়ে হতবাক ক্রিস মুহুর্তের মধ্যে নিজেকে সামলে নেন।
এরপর অবশ্য স্টেইজে গিয়ে কেঁদে কেঁদে অস্কার একাডেমির কাছে ক্ষমা চান উইল স্মীথ। পরদিন টুইট বার্তায় ক্রিস রকসহ নিজের ভক্তদের কাছেও ক্ষমা চান এবং অস্কার একাডেমী থেকে পদত্যাগ করেন তিনি।
ক্রিস রকতে থাপ্পর মারার পরপরই স্টেইজে গিয়ে কিং রিচার্ড ছবিতে সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার গ্রহন করেন হলিউডের জনপ্রিয় এই অভিনেতা।
অস্কার একাডেমী জানিয়েছে, অতিথি, অভিনেতা, অভিনেত্রী এবং অন্যান্যদের নিরাপত্তার কথা বিবেচনা করেই উইল স্মীথকে নিষিদ্ধ করেছে একাডেমী।