অস্ট্রিয়ায় রেল দুর্ঘটনায় আহত ৪০

ব্রিট বাংলা ডেস্ক : দুটি রেলের মুখোমুখি সংঘর্ষে দেশটির শালজবুর্গ নগরীতে কমপক্ষে ৪০ জন রেল যাত্রী আহত হয়েছে। আজ এই দুর্ঘটনা ঘটে বলে রেল কর্তৃপক্ষ ও উদ্ধার কর্মীরা জানায়। খবর এএফপি’র।

ফায়ার সার্ভিসের কর্মী রেইনহোল্ড অট্রলার এক রেডিও কে বলেন, “রেলটি জুরিখ হয়ে ভিয়েনা যাবার সময়ে এই দুর্ঘটনা ঘটে। তবে কোন কারণ জানা যায় নি।”

দেশটির জাতীয় রেল কোম্পানী ওবিবি’র এক মুখপাত্র বলেন, রাত্রীকালীন ওই ট্রেন দুর্ঘটনায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী আহত হয়েছে। তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি। বাসস।

Advertisement