ব্রিট বাংলা ডেস্ক :: গোয়েন্দারা কলকাতা বন্দর এলাকায় একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এ ঘটনায় ওই কারখানার প্রধান আবদুল কাইয়ুম ওরফে মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য সন্দেহভাজন মো. কলিম পলাতক রয়েছে। এ ঘটনার সঙ্গে বাংলাদেশী সংযোগ রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। এই অস্ত্রের কারখানা থেকে স্থানীয়রা অস্ত্র কিনতো বলে দাবি পুলিশের। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। জয়েন্ট সিপি (অপরাধ) মুরলিধর শর্মা বলেছেন, আমরা ছদ্মবেশে অভিযান চালাই এবং নাদিয়াল এলাকা ঘেরাও করি। নাদিয়ালে ওয়ারিস নগরে জেড ব্লকে একটি ভবনে এই কারখানাটি পরিচালনা করা হচ্ছিল।
মুঙ্গারের রামপুর থেকে সেখানে গিয়ে আয়ুবনগরে একটি বাসা ভাড়া নেয় কাইয়ুম। ভাড়া ভবনের টিনের ছাউনির নিচে সে আগ্নেয়াস্ত্র তৈরির সময় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশের দাবি, কাইয়ুম ছাড়াও ওই ভবনের মালিক মো. কলিম ও অন্যরা একই কাজে নিয়োজিত। তবে তাদেরকে এখনও গ্রেপ্তার করা যায় নি। ঘটনাস্থল থেকে একটি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি সেমি ম্যাগাজিন, একটি ব্যারেল, তিনটি ড্রিল, স্টিলের সিট, লোহার বার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।