আইএসে যোগ দেয়া দুই ভাইকে সহায়তার কথা স্বীকার করলেন বাংলাদেশি দম্পতি

ব্রিট বাংলা ডেস্ক :: সিরিয়ায় গিয়ে জঙ্গি গোষ্ঠী আইসিসে বা আইএসে যোগ দেয়া দুই ভাইকে আর্থিক সহায়তা দেয়ার কথা স্বীকার করেছেন এক বাংলাদেশি দম্পতি। তারা হলেন শহিদুল গাফ্ফার (৪০) ও নাবিলা খান (৩৫)। তাদের বসবাস যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়াতে। এর মধ্যে নাবিলা খানের দুই ভাই সিরিয়ায় গিয়ে যোগ দেয় বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে। কিন্তু ২০১৫ সাল থেকে তাদেরকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ওই দম্পতি। এ খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ।
এতে বলা হয়, ওই দম্পতি স্বীকার করেছেন নাবিলা খানের দুই ভাই সিরিয়ায় গিয়ে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পরও তাদেরকে ‘ম্যাটেরিয়াল সাপোর্ট’ ও অর্থসহ নানা রকম সহায়তা করে যাচ্ছিলেন তারা। যুক্তরাষ্ট্রের এটর্নি উইলিয়াম এম ম্যাকসোয়াইন বলেছেন, দুর্ধর্ষ ঘাতক জঙ্গী গোষ্ঠী আইএসে যোগ দিতে নাবিলা খানের ভাইদের উৎসাহ ও সমর্থন দিয়েছেন এই দম্পতি।

তাদের এ কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ জন্য ৫ বছরের জেল হতে পারে গাফফার ও তার স্ত্রী নাবিলা খানের। একই সঙ্গে করা হতে পারে আড়াই লাখ ডলার জরিমানা। এরপর তারা যখন মুক্তি পাবেন তখন তিন বছর থাকতে হবে নজরদারিতে। এ সম্পর্কে ফিলাডেলফিয়ায় এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইনচার্জ মাইকেল জে. দ্রিসকোল বিবৃতিতে বলেছেন, এই ঘটনাই বলে দেয়, প্রাণহানী এবং বড় ক্ষতি করার জন্য উগ্রপন্থিদের শুধু অস্ত্রই হাতে নিতে হয় না। এভাবেও তারা ক্ষতিকর কাজ করতে পারে।

Advertisement