আইপিএলে রোহিতের লজ্জার রেকর্ড

ব্রিট বাংলা ডেস্ক : আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সে ম্যাচে এক লজ্জার রেকর্ডে নিজের নাম জড়ালেন মুম্বাই দলপতি রোহিত শর্মা।

আইপিএলে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানদের পাশে লেখা হলো রোহিতের নাম। আইপিএলে এ নিয়ে ১৩ বার কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা। ১৩টি করে ‘ডাক’ মেরেছেন। একই রেকর্ড রয়েছে চেন্নাইয়ের হরভজন সিং, দিল্লির অজিঙ্কা রাহানে ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পার্থিব প্যাটেলেরও।

এ ছাড়া পীযূষ চাওলা, মানদিপ সিং, গৌতম গম্ভীর, আম্বাতি রাইডু ও মনিশ পাণ্ডের রয়েছে ১২টি করে ‘শূন্য’।

রোহিত ব্যর্থ হলেও দিল্লি ক্যাপিট্যালসকে বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্সের করা ২০০ রানের জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলতে পেরেছে শ্রেয়াস আইয়ারের দল। ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জসপ্রিত বুমরাহ।

Advertisement