আওয়ামীলীগের প্রতিবাদের মুখে লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সকাল ৮টার দিকে এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথরো বিমান বন্দরে নামেন তিনি। এসময় যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

একই সময় যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের নেতৃত্বে ‍বেশ কিছু আওয়ামীলীগ নেতাকর্মী বেগম জিয়ার যুক্তরাজ্য আগমনের প্রতিবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ পড়ুন

রোববার লন্ডনে আসছেন বেগম জিয়া

লন্ডনে পৌঁছার পর তারেক রহমানকে জড়িয়ে ধরেন আবেগে আপ্লুত খালেদা জিয়া। এর পর নিজে গাড়ি চালিয়ে মা  খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান তারেক রহমান।

বেগম দিয়ে আগামী ঈদ পর্যন্ত লন্ডনে তারেক রহমানের স্ত্রী, মেয়ে, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন তিনি।

বিমানবন্দরে বিএনিপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ,সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী,সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ,লুৎফুর রহমান,আনোয়ার হোসেন খোকন,যুগ্ম সাধারণ শহিদুল ইসলাম মামুন,সাবেক যুগ্ম সমাধানে নাসিম চৌধুরী,কামাল উদ্দিন, ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, আজমল হোসেন চৌধুরী জাবেদ আরো অনেকে।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Advertisement