নুরুল ইসলাম নাহিদ এমপিকে মুহিবুর রহমান মুহিবের শুভেচ্ছা

সিলেট ৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, লন্ডনস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি কমিউনিটি নেতা মুহিবুর রহমান মুহিব।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নুরুল ইসলাম নাহিদ এমপি শুধু সিলেটের গর্ব নয়। তিনি বাংলাদেশের গর্ব । কেননা তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করতে নানাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে মুহিবুর রহমান মুহিব বলেন, নুরুল-ইসলাম-নাহিদ সম্মুখ যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন । ছাত্র রাজনীতি থেকে শুরু করে এ পর্যন্ত তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করতে কাজ চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক পর্যায়ে ও নুরুল ইসলাম নাহিদের আলাদা পরিচিতি রয়েছে।

মুহিবুর রহমান মুহিব আশা প্রকাশ করে বলেন, নুরুল ইসলাম নাহিদ এমপির শক্ত নেতৃত্বে আওয়ামীলীগ আরও এগিয়ে যাবে। পাশাপাশি সিলেট ৬,আসনের উন্নয়ন ও আরও ত্বরান্বিত হবে।

Advertisement