আগামী সপ্তাহে যুক্তরাজ্যে পড়বে বরফ ও তামপাত্রা যাবে মাইনাস তিনে!

চলতি সপ্তাহের ঝকঝকে রোদ বলে দেয় যুক্তরাজ্য জুড়ে গ্রীষ্মের শুরু হচ্ছে। এরই মধ্যে অনেকে তাদের গ্রীষ্মের পুরো পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। তবে যুক্তরাজ্যের আবহাওয়ায় বরাবরই বাধ সাধে বৃষ্টি ও ঠান্ডা। চলতি সপ্তাহে যে তাপমাত্রা বিরাজ করছে তা হয়তো আগামী সপ্তাহে থাকবে না যুক্তরাজ্যে।আবহাওয়াবিদরা বলছেন, আসছে সপ্তাহে দেশটিতে তুষারপাতসহ তাপমাত্রা মাইনাস ৩ পর্যন্ত হতে পারে।মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী সপ্তাহে দেশটির বেশির ভাগ এলাকায় তামপাত্রা শুন্য ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর লন্ডনবাসীদের জন্য তাপমাত্রা কমে ৪ ডিগ্রি হতে পারে। একই সাথে আবহাওয়া অনেকটাই বরফের মতো অনুভব হতে পারে।মেট অফিসের আবহাওয়া বিশেষজ্ঞ টম মর্গান জানান, শহর এলাকায় তাপমাত্রা শুন্য ডিগ্রি পর্যন্ত হলেও কিছু কিছু গ্রাম এলাকার তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে।অন্যদিকে আপনারা যারা বাগান করতে পছন্দ করেন। তাদের জন্য আগামী কয়েকটা সপ্তাহ ঝুকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছে টম মর্গান। তাই বাগানের গাছ রক্ষার্থে অতিরিক্ত নজর রাখতে পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।গত ১৫ ই এপ্রিল গুড ফ্রাইডেতে দেশটিতে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৪ ডিগ্রি পর্যন্ত হয়। মানুষ পার্ক কিংবা বিনোদন কেন্দ্র গুলোতে ভিড় জমায়।এতো সুন্দর একটি আবহাওয়ার পর তাপমাত্রা আবারও কমে যাওয়ায় অনেকটাই হতাশ হতে হবে ব্রিটেনবাসীদের। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আবহাওয়া আবার তার ঝকঝকে রোদ আর উঞ্সতার মাঝে ফিরে আসবে।

Advertisement