ব্রিট বাংলা ডেস্ক :: আজ রাতের বিমানে দিল্লি থেকে কলকাতায় পৌঁছাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী তিনদিন তার বাংলায় ঠাসা কর্মসূচি। এরই মধ্যে বাংলায় ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতি শাসনের দাবি তার সামনে তুলবেন বিজেপির শীর্ষ নেতারা। পশ্চিমবঙ্গে অরাজকতার প্রশ্ন তুলে এই দাবি সম্পর্কে অমিত শাহ কি বলেন তা শোনার অপেক্ষায় বিজেপি নেতৃত্ব। অমিত শাহ কলকাতায় তার ক্যাম্প নিউ টাউন এর বিলাসবহুল ওয়েস্টিন হোটেলে করলেও বৃহস্পতিবার ও শুক্রবার তিনি মধ্যাহ্নভোজ সারবেন দুটি দলিত আদিবাসী পরিবারের বাড়িতে। বৃহস্পতিবার বাঁকুড়ার আঁধারখোলে এবং শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গৌরাঙ্গনগরে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। কলকাতায় গল্ফ ক্লাব রোড-এ সংগীত বিশারদ পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাবেন । থাকবেন প্রায় আধ ঘন্টা। এছাড়াও দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দেবেন অমিত শাহ। এ যাত্রায় তার কোনও জনসভা না থাকলেও তিনি বিজেপি কার্যকর্তাদের সঙ্গে একুশের ভোটের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলবেন। কথা বলবেন বি এস এফ আধিকারিকদের সঙ্গেও। অমিত শাহের এই সফরে দেখার বিষয় রাজ্যে রাষ্ট্রপতি শাসনে ভোটের দাবিকে তিনি কিভাবে ব্যাখ্যা করেন। কিছুদিন আগে একটি টিভি সাক্ষাৎকারে অমিত শাহ বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে বলেছিলেন। এবার তিনি কি বলবেন?।
Advertisement