আদালতের নির্দেশে কাজ থেকে বিরত পিআইএর প্রধান নির্বাহী

ব্রিট বাংলা ডেস্ক :: নিয়োগ চ্যালেঞ্জ করে এক পিটিশনের জবাবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার মার্শাল আরশাদ মালিককে যেকোনো কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সিন্ধু হাই কোর্ট। এতে বলা হয়েছে, তিনি যেন ২২ জানুয়ারি পর্যন্ত কোনো কাজে যোগ না দেন। বিচারপতি মোহাম্মদ শাফি সিদ্দিকীর নেতৃত্বাধীন দুই বিচারকের বেঞ্চ এ বিষয়ে ডেপুটি এটর্নি জেনারেলকেও নোটিশ ইস্যু করেছে। বেঞ্চ তার নির্দেশে বলেছে, আবেদনকারীর আইনজীবী যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা বিবেচনাযোগ্য। বিশেষ করে প্রধান নির্বাহী কর্মকর্তার শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা ও চাকরির শর্ত সমুহ। এ খবর দিয়েছে অনলাইন ডন। ওদিকে আদালত একই নির্দেশ দিয়েছে পিআইএ প্রধান, এর প্রধান মানব সম্পদ বিষয়ক কর্মকর্তা, পরিচালনা পরিষদকে। আবেদনকারী সফদার আনজুম পিআইএর সিনিয়র কর্মকর্তা/কর্মচারীদের সংগঠনের অন্যতম একটির সাধারণ সম্পাদক।

তিনি আবেদনে বলেছেন, পিআইএ যেহেতু একটি জাতীয় সম্পদ তাই তিনি জনস্বার্থে, এসোসিয়েশনের সব সদস্যের মৌলিক অধিকারের থেকে আবেদন করেছেন। তিনি বলেছেন, এয়ার মার্শাল মালিক ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। পিআইএর প্রধান হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে আইন অমান্য করে। তিনি আরো অভিযোগ করেছেন, তাকে নিয়োগ করা হয়েছে ২০১৩ সালের পাবলিক সেক্টর কোম্পানিজ রুলস এবং পাবলিক সেক্টর কোম্পানিজ গাইডলাইন্স লঙ্ঘন করে। এই দুটি আইনই পিআইএর ক্ষেত্রে প্রযোজ্য।

Advertisement