আনসারুল ইসলামের হামলায় মালির ২৫ সেনা নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: বুরকিনা ফাসোর দুইটি সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় মালির ২৫ জন সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ৬০ জনেরও বেশি সেনা। বুলকেসি ও মন্দুরো শহরের ক্যাম্পগুলোতে হামলা দুইটি চালায় আনসারুল ইসলাম বিদ্রোহীগোষ্ঠী।

মালি সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘বিদ্রোহীরা ১৫ জন সেনাসদস্যকে হত্যা করেছে এবং অঞ্চলটি দখলে নিয়ে নিয়েছে। কিন্তু তারা অনেক অস্ত্রশস্ত্র হারিয়েছে।’

উল্লেখ্য, ২০১২ সালে আনসারুল ইসলাম মালির উত্তরাঞ্চল দখল করে নেয়। এরপর থেকে দেশটির সরকার প্রায় সাড়ে ৭ বছর ধরে তাদের সাথে যুদ্ধে লিপ্ত আছে। বিদ্রোহীদের দমন করতে পশ্চিম আফ্রিকার চারটি দেশ- বুরকিনা ফাসো, চাঁদ, নাইজার, মৌরিতানিয়ার সাথে মিলে জি-৫ সাহেল নামে সামরিক জোট গঠন করে মালি সরকার। সামরিক জোটটিকে আবার ফ্রেঞ্চ স্পেশালাইজড আরেকটি বাহিনী পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।

ইব্রাহীম মালাম ডিকো নামে একজন মালিয়ান মৌলভি ২০১৬ সালে আনসারুল ইসলাম বাহিনী গঠন করেন। এর আগে ২০১২ সালে অন্য বিচ্ছিন্ন কয়েকটি ইসলামী জঙ্গিগোষ্ঠীর সাথে মিলে তিনি মালির উত্তরাঞ্চল দখল করে নেন। আনসারুল ইসলাম এর বাংলা অর্থ দাঁড়ায় ইসলামের রক্ষাকর্তা।

Advertisement