” আবৃত্তি সন্ধ্যা”

ব্রিটবাংলা রিপোর্ট: সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্য ও আবৃত্তি গুরু হেমচন্দ্র ভট্রাচার্য্য স্মরণে আবৃত্তি সংগঠন ছান্দসিক এর আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান উল্লাসে সংকটে অনুষ্ঠিত হবে আগামী রবিবার

২ জুলাই পূর্ব লন্ডনের ব্যাডি আৰ্ট সেন্টারে

সন্ধ্যা ৬টায়

 

এতে সকল সাংস্কৃতিক সংগঠন কবি সাহিত্যের সাথে জড়িত সংস্কৃতিমনাদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে আয়োজকদের পক্ষে লন্ডন বাংলা প্রেসক্লাবের অন্যতম সদস্য ,সাংস্কৃতিক সংগঠক সংবাদ পাঠিকা কবি আবৃত্তিকার মুনিরা পারভিন।

ACB#@

Advertisement