ব্র্রিটবাংলা ডেস্ক : আরব আমিরাতে বসবাসরত কর্মহহীন হয়ে পড়া বাংলাদেশিদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “বাংলাদেশ বন্ধু ফোরাম” । সংগটনটির উদ্যোগে আরব আমিরাত গ্রীণ সিটি আল আইনে ২৯ এপ্রিল প্রায় ১২০ জন প্রবাসী বাংলাদেশী অসহায়দেরকে পর্যাপ্ত পরিমান খাবার সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পিঁয়াচ, ছুলা, চিনি ও তৈল।
বাংলাদেশ বন্ধু ফোরাম দীর্ঘদিন থেকে আর্ত-মাবতার সেবায় কাজ করে আসছে। বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতিতে প্রবাসে কষ্টে দিনাতিপাতকারী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে ।
বিতরণকালে সংগঠনের সভাপতি এম. এ. খায়ের নিজামী বলেন, আরব আমিরাতে সকল সংগঠনকে এক হয়ে করোনা আক্রান্তদের পাশে থেকে এই মহামারির মোকাবিলা করতে হবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি এম. এ. খায়ের নিজামী, সহ সভাপতি- সাইফুল ইসলাম, সহ সভাপতি- আরিফুর রহমান, সাধারণ সম্পাদক, সাংবাদিক সরওয়ার উদ্দীন রণি, উপদেষ্টা, ইন্জিনিয়ার মফিজুল ইসলাম, উপদেষ্টা- রবিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আশরাফ, যুগ্ন অর্থ সম্পাদক মাহির, বাহার উদ্দীন, মোহাম্মদ আলীম, মিজানুর রহমান সামছুল করিম জাহাংগীরও মোহাম্মদ রাশেদ সহ অন্যান্য ।
বর্তমান করোনা ভাইরাসের প্রভাব থেকে সকলকে মুক্ত ও সকলে সুস্থ থাকার জন্য পরামর্শ দেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে তারা নিজ নিজ দায়ীত্বে ত্রাণ গ্রহীতা উপযুক্ত ব্যাক্তিদের ঘরে ঘরে খাদ্যা সামগ্রী পৌঁছে দেন।
ReplyForward
|
Advertisement