মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আগামী ২০ নভেম্বর পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। আর তার দুইদিন পর অর্থাৎ ২২ নভেম্বর বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সে লক্ষ্যেই এবার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো দেশটি। ইনজুরিতে শঙ্কা থাকলেও স্কোয়াডে জায়গা হয়েছে পাওলো দিবালার।শুক্রবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের টুইটার অ্যাকাউন্ট থেকে এক ভিডিওর মাধ্যমে স্কোয়াড জানান দলটির কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (ভিলারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাথলেটিক মাদ্রিদ) গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজেলা (বেটিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস অ্যাকুনা (সেভিয়া), নিকোলাস ট্যাগলিয়াফিকো (অলিম্পিক ডি লিয়ন), জুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার (ব্রাইটন), গুইডো রদ্রিগেজ (বেটিস), আলেজান্দ্রো গোমেজ (সেভিল), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন)
ফরোয়ার্ড: আনহেল ডিমারিয়া (জুভেন্টাস), লাউতারো মার্তিনেজ (ইন্টার), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোম), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার), লিওনেল মেসি (প্যারিস সেন্ট জার্মেই)