আলতাব আলী স্ট্রাট এর বিরল কাজ

ব্রিটবাংলা রিপোর্ট: একটি সম্মেলিত উদ্যোগ অবশেষে কার্যকর হলো ৷ বুধবার ৩১শে অক্টোবর দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বর্ণবাদীদের হাতে নিহত শহীদ আলতাব আলীর স্মৃ্তি রক্ষা কমিটি আলতাব আলী স্ট্রাট এর আয়োজনে অনুষ্ঠিত হয় এক কমিউনিটি সভা ৷

বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক রফিক উল্যার নেতৃত্বে,অনুষ্ঠিত সভার শুরুতে এর প্রেক্ষাপট বর্ণনা করে রফিক উল্যা বলেন এটি একটি ঐতিহাসিক অৰ্জন ৷

নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়ার একটি সফল কাজ এর উদাহরন ৷ তিনি কাউন্সিল, জিএল ও মেম্বার ও টি এফ এল কে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানান ৷

উল্লেখ্য ৪০ বছর পূর্বে ১৯৭৮ সালে হোয়াইচ্যাপেল এলাকায় বর্ণবাদী হামলায় নিহত বাংলাদেশী যুবক আলতাব আলীর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ইস্ট লন্ডন মসজিদ ও আলতাব আলী পার্কের মধ্যবর্তী বাস স্টপ এলডার স্ট্রিটের নাম পরিবর্তন করে আলতাব আলীর নামে নামকরণ করা হয়েছে।
আলতাব আলী মেমোরিয়েল ট্রাস্ট ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ ক্যাম্পেইনের ফলে এই নাম করনের সিদ্ধান্ত নেয় ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)।তবে ঐতিহাসিক এলডার স্ট্রিট নামটিও থাকছে।

এখন থেকে নতুন নাম হবে এলডার স্ট্রিট/আলতাব আলী পার্ক। এই বাস স্টপের ২০০ গজের কাছেই রয়েছে আলতাব আলীর নামে একটি পার্ক।
আলতাব আলীর নামে বাস স্টপ করার প্রস্তাবটি নিয়ে সিটি হলে ট্রান্সপোর্ট প্রধানের সাথে বসেন লন্ডন এসেম্বলী মেম্বার উন্মেস দেশাই।
তিনি বলেন, আলতাব আলী হচ্ছেন ঐতিহাসিক এক ব্যক্তি। যার মৃত্যু পরবর্তীতে বর্ণবাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়। এই নাম পরিবর্তন সকল অন্যায় ও বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শক্তি যোগাবে।
উল্লেখ্য ১৯৭৮ সালে পোষাক শ্রমিক আলতাব আলী কাজ থেকে ঘরে ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন ৷ ২oo৮ সালে সাংবাদিক কমিউনিটি এক্টিভিস্ট আহাদ চৌধুরী বাবু তৎকালিন সময়ে নির্মূল কমিটির এবং শহিদ মিনার কমিটির এক সভায় আলতাব আলীর নামে বাস ষ্টপ এবং বাসের মধ্যে ষ্টপের নাম করনের প্রস্তাবনা করেন,পরবর্তীতে নির্মূল কমিটির তৎকালীন সাধারন সম্পাদক আনসার আহমদ উল্যা,সাবেক জিএলও মেম্বার মুরাদ কোরেশী ও কাউন্সিলার আব্দাল উল্যা বিষয়টি নিয়ে কাজ করেন ৷

কিন্তু রফিক উল্লাহ ও ট্রাষ্টের তত্বাবধানে নামকরন সম্ভব হয়েছে ৷ এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিএলও মেম্বার উম্মেশ দেশাই, কাউন্সিলার আব্দাল উল্ল্যাহ, কাউন্সিলার আহবাব হোসেন,কাউন্সিলার সাদ চৌধুরী কাউন্সিলার তারিক খাঁন, কাউন্সিলার শাহ সুহেল আমিন, সাবেক কাউন্সিলার মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলার আজিজ উর রহমান খান, ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু টাষ্ট সেক্রেটারী আখলাকুর রহমান, আশরাফ উদ্দীন,জামাল মিয়া প্রমুখ ৷ সভায় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

Advertisement