ব্রিটবাংলা ডেস্কঃবিলেতের বাংলাদেশী কমিউনিটির অন্যতম প্রবীন ব্যক্তিত্ব পূর্ব লন্ডনের বাসিন্দা আলহাজ্ব পীর শাহ্ মফজ্জুল আলী গত ৪ মার্চ ২০১৮ রাত ১ টা ৫ মিনিটের সময় স্থানীয় রয়্যাল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের নামাজে জানাজা ৫ মার্চ ২০১৮ বাদ জোহর ইস্ট লন্ডন জামে মসজিদে সম্পন্ন হইয়াছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৪ পুত্র, ৬ কন্যা সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রাখিয়া গিয়াছেন।
গ্রাম-পাঁচপাড়া, উছমানপুর, ওসমানীনগর, সিলেট নিবাসী মরহুম পীর শাহ্ মফজ্জুল আলী তাঁর ন্যায় নিষ্ঠা এবং পরোপকারিতার জন্য সকলের কাছে সু পরিচিত ছিলেন। মরহুমের জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হইয়াছে।
Advertisement