মানবতার কল্যাণে সাহিত্য’ এই স্লোগানে সেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’র উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ মার্চ) নগরের চৌকিদেখি হযরত শাহ সোলেমান গাজী (রহ.) মাজারের পাশে ২ দিনব্যাপী এই বই মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন এর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। সিলেটের জনপ্রিয় অনেক গুলি প্রকাশনা সংস্থা ও ১১ টি স্টল অংশগ্রহণ করে। মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত।এছাড়া প্রথম বারের মতন গুণীজন সম্মাননা ও তরুণ সাহিত্যিক পুরস্কার প্রদান করা হবে।
ইতিমধ্যে এটির নামকরণ করা হয়েছে সাবেক জনপ্রতিনিধি রাজনীতিক এক সময়ের কবিও সাহিত্যিক, মরহুম সোয়েব আহমদ চৌধুরীর নামে।
এছাড়াও চিত্রাংকনসহ, কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি, ইত্যাদি থাকবে। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজন আহমদ সাজু।
আরো উপস্থিত ছিলেন তফাজ্জুল হক সুমন,রুবেল রাজ, জসীম উদ্দীন, রাহিম আহমদ,সাদিকুর রহমান রাসেল, আলি নুর আলম, তায়েফ আহমদ সেতু, নুরুল আলম জয়, সোহেল আহমদ সোহাগ, রফিকুল ইসলাম নাঈম, আলী আদনান শায়েক ও শাহাদত হোসেন সুজন প্রমুখ ।